কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বার্ষিক হল ম্যাগাজিন প্রতিবিম্ব এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান

২৩ মে ২০২৪ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ টায় কবি সুফিয়া কামাল হল মিলনায়তনে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বার্ষিক হল ম্যাগাজিন প্রতিবিম্ব এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও ট্রাস্ট ফান্ডের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সুফিয়া কামাল হলের সম্মানিত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, অন্যান্য হলের প্রাধ্যক্ষবৃন্দ, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। 

 

কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি ২০২১ এ ১ জন স্বর্ণপদক, ১৫ জন মেধাবৃত্তি, ৪০ জন সাধারণ বৃত্তি ও ৮ জন সহ-পাঠ্যক্রম ক্যাটাগরিতে মোট ৬৪ জন ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।

বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোক সঙ্গীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নৃত্য- (সাধারণ, লোক, উচ্চাঙ্গ) এ ৮ টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

এছাড়া এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপার্চায অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ ও আঁকা ছবি এবং হল পরিচিতি নিয়ে বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিবিম্ব’ ম্যাগাজিনটি মোড়ক উম্মোচন করেন।