গবেষণা শিক্ষানবীশ (ইন্টার্ন) সন্ধান [‘মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কর্মচারীদের ভূমিকা’ ]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস (CARASS)--এ ‘মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কর্মচারীদের ভূমিকা’ শীর্ষক একটি গবেষণা প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কর্মচারীদের ভূমিকা’ গ্রন্থ প্রণয়ন কাজে সহযোগিতার জন্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষানবীশ (ইন্টার্ন) নিয়োগ করা হবে। আগ্রহীদের যোগ্যতা ও দায়িত্ব হবে নিম্নরূপ:
অংশ গ্রহণের যোগ্যতা
১। ন্যূনতম স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।
২। বয়স মধ্যে অনূর্ধ্ব ৩০ বছর (৩১/৮/২০২৪ তারিখে) হতে হবে।
৩। বাংলা ও ইংরেজিতে বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।
৪। কম্পিউটার সংক্রান্ত (বাংলা ও ইংরেজিতে টাইপিং, ওয়েব পেজ ব্যবহার ইত্যাদি) কাজে দক্ষ হতে হবে।
দায়িত্ব
১। প্রুফ দেখা ও গ্রন্থ সম্পাদনা কাজে সহায়তা করা।
২। প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পাদন।
কর্মঘন্টা
৫ মাস (সপ্তাহে ২০ ঘন্টা)।
আগ্রহী প্রার্থীকে আগামী ৩১ আগস্ট, ২০২৪ এর মধ্যে carass@du.ac.bdএই ঠিকানায় Curriculum Vitae (CV) সহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন পত্রের Subject line এ Internship লিখতে হবে।