গত ৯ই মে ২০২৩, সকাল ১১ টায় CARASS ভবনে Research Paradigms and Advanced Methodology in Arts and Social Sciences প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ও প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক কাজী সামিও শীশ।কোর্সে অংশগ্রহণকারীগণ প্রশিক্ষণ কর্মশালা বিষয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
প্রশিক্ষণার্থীরা বলেন যে বিভিন্ন বিভাগ ও প্রথিতযশা গবেষক শিক্ষকদের পাঠদান এবং সুপরিকল্পিত ও সুবিন্যস্ত পাঠসূচির জন্যে কোর্সটি খুবই ফলপ্রসূ হয়েছে এবং গবেষণার নানা দিক নিয়ে ধারণা লাভ করেছেন। এছাড়া প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ গ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্যে সেন্টারের সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।
প্রধান অতিখি ভাষণে ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী জ্ঞানকে পণ্য হিসেবে বিবেচনা না করে পরস্পরের সহযোগিতার মাধ্যমে গবেষণা চর্চার প্রয়োজনীয়তা কথা বলেন। অনুষ্ঠানের সভাপতি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন গবেষণায় আগ্রহীদের প্রতি সেন্টারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের কথা বলেন।