হল লাইব্রেরী
হলের ছাত্রদের লেখাপড়ার সুবিধার্থে হল লাইব্রেরী সকাল ৯-০০ টা থেকে বিকেল ৪-০০ টা পর্যন্ত খোলা রাখা হয়। ছাত্ররা হল লাইব্রেরী থেকে বই ইস্যু করে নিতে পারে এবং এখানে বসে দিনের বেলা পড়া-লেখাও করতে পারে। ক্যান্টিনের উপরে দ্বিতীয় তলায় এবং অফিস কক্ষের পশ্চিম পার্শের একটি কক্ষ বর্তমানে পাঠকক্ষ হিসেবে ছাত্রদের পড়াশুনার জন্য দিবারাত্রি খোলা রাখা হয়। এই পাঠকক্ষদ্বয়ে (৫০+২০) = ৭০ জন ছাত্র এক সাথে পড়াশুনা করতে পারে। টি.ভি রুমের একটি অংশ পেপার রুম হিসেবে ব্যবহার করা হয়। এখানে নিয়মিতভাবে ০৯ টি দৈনিক পত্রিকা, ৩ টি সাপ্তাহিক, ১ টি পাক্ষিক পত্রিকা ও ২ টি মাসিক পত্রিকা রাখা হয়।