৩ ডিসেম্বর ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভীনের নামে চালু করা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সামাজিক বিজ্ঞান অনুসদের অধ্যাপক মোজাফফর আহমদ মিলনায়তনে সকাল ১০:৩০ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান। সভায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির। সভার সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক।
অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিএসএস সম্মান পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অর্জনকারী ১০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে সনদ ও অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বিভাগের সকল বর্ষের শিক্ষার্থী, বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রয়াত সিতারা পারভীনের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবসহ প্রয়াতের স্বামী বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।