স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ফারসি চর্চার অন্যতম প্রধান দিকপাল ড. মুহাম্মদ আবদুল্লাহ। বাংলাদেশে ফারসি চর্চার সোনালী অতীত, যা কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছিল তিনি তা পুনরুজ্জীবিত করেন এবং যুগপৎভাবে সংরক্ষণ করেন। উর্দু ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে সঙ্গে তিনি ফারসি ভাষা ও সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি, কৃষ্টি ও সভ্যতা ইত্যাকার বিষয়ে গৌরবময় ভূমিকা পালনের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন। গবেষণাই ছিল ড. মুহম্মদ আবদুল্লাহর জীবনের একমাত্র ব্রত। তিনি ছিলেন কঠোর অধ্যবসায়ী ও নিষ্ঠাবান গবেষক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৪টিরও অধিক এবং প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা শতাধিক। ২০০৮ খ্রিস্টাব্দের ২১ অক্টোবর এ মহান পণ্ডিত এই পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেন (খান, ২০১৭: ১৮০-১৮৩)। ড. মুহাম্মদ আব্দুল্লাহর জীবন ও কর্মসংক্রান্ত বিস্তারিত আলোচনা অত্র গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে।