ভাষা আন্দোলনের হীরক জয়ন্তী স্মরণে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS) ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে
ভাষা আন্দোলন এবং বিশ্বে বাংলাভাষী স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের আবির্ভাব
বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স
মূলবক্তা:
অধ্যাপক ড. জন উইলসন
বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ
কিংস কলেজ, লন্ডন
বিষয়:
বাংলাদেশ: ’গ্লোবাল সাউথে’একটি স্বাধীন-সার্বভৗম রাষ্ট্রের উত্থান
অধ্যাপক ড. সজল নাগ
নেতাজি সুভাষ চন্দ্র বসু সমাজ বিজ্ঞানে বিশিষ্ট চেয়ার
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা
বিষয়:
বাঙালি জাতি রাষ্ট্রের ধারণা এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ইতিহাস রচনার ধারা
তারিখ: ২৮-২৯ এপ্রিল ২০২৪, সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
সারসংক্ষেপ ২0 ফেব্রুয়ারি, ২০২৪ এর মধ্যে জমা দিতে হবে৷
সারসংক্ষেপ বাংলা বা ইংরেজিতে দেওয়া যাবে।
সারসংক্ষেপ 250 শব্দের মধ্যে হতে হবে।।
লেখককে অবশ্যই APA নিয়ম অনুসরণ করতে হবে।
অনুগ্রহ করে সারসংক্ষেপ জমা দিন: carass@du.ac.bd. বিষয় লাইনে দয়া করে LMEBConference_Abstract_ [আপনার শেষ নাম] লিখুন।
আহ্বায়ক সদস্য-সচিব
অধ্যাপক ড. ফকরুল আলম অধ্যাপক ড. আশফাক হোসেন
বঙ্গবন্ধু চেয়ার ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালক, (CARASS), ঢাকা বিশ্ববিদ্যালয়