বিজ্ঞপ্তি
বিষয়: Research Methodology: Foundations and Frameworks প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান।
Center for Advanced Research in Arts and Social Sciences (CARASS) বিশ্ববিদ্যালয় পর্যায়ের নবীন অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্যে আট দিনব্যাপী Research Methodology: Foundations and Frameworks শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বনামধন্য ও অভিজ্ঞ গবেষকদের দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে।
কোর্স আরম্ভের সম্ভাব্য সময় ২২-২৯ এপ্রিল, ২০২৫ প্রতি কর্মদিবসে দুপুর ৩:০০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত CARASS ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কোর্সে Research Concept, Quantitative, Qualitative Mixed Research Approaches, Research Report Writing প্র্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।
প্রশিক্ষণ ফি: ১,২০০/ (এক হাজার দুইশত টাকা)
প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্যে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ কর্তৃক সরবরাহকৃত পরিচয়পত্র (হল/বিভাগ/লাইব্রেরী কার্ড) এবং সর্বশেষ পরীক্ষা পাসের মাকসীর্টের ফটোকপিসহ আপনার বিভাগ/হল থেকে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৬-২০ মার্চ ২০২৫ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার জন্যে অনুরোধ করা হচ্ছে।কক্ষ নং ৩০২, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS), টিএসসি কম্পাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ই-মেইল: carass@du.ac.bd;
https://www.du.ac.bd/profile/303
আসন সংখ্যা ( ৬০) সীমিত।