আজ ১৬ই অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগে অবস্থিত দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্যোগে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩” পালিত হয়েছে। দিবসটির মূলপ্রতিপাদ্য বিষয় ছিল “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি।” দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়। এদিন শুরুতে সকাল ১০.০০টায় একটি বর্নাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র্যালির উদ্বোধন করেন। তিনি সমাজের বৈষম্য কমিয়ে দুর্যোগ প্রশমনের উপর জোরারোপ করেন।
র্যালি শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত পোস্টারসমূহ প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে সমসাময়িক নানা দুর্যোগ যেমন, তাপ প্রবাহ, অগ্নি বিপর্যয়, ভূমিকম্প ও জলাবদ্ধতা ইত্যাদি বিষয়সমূহ উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পোস্টার প্রদর্শনীটি উদ্বোধন করেন।
এরপর সকাল ১১.০০ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের আর. আই. খান মিলনায়তনে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় অধ্যাপক ড. কাজী মোঃ ফজলুল হক এ বছরের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, সঠিকভাবে নগরায়ন ও পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হতে হবে। উদ্ভাবনী ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ প্রশমন ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় ভূমিকা রাখতে তিনি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন আগামী দিনে পুরো দেশটি একটি নগরে পরিণত হবে। এই নগরে নতুন নতুন দুর্যোগের উদ্ভব ঘটবে। এ ব্যাপারে সকলকে আরো বেশী মনোযোগী হতে হবে।
মুক্ত আলোচনাটি সভাপতিত্ব করেন দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি দুর্যোগ প্রশমনে যে সমস্ত প্রতিষ্ঠানসমূহ জড়িত তাদের মধ্যে আরোও বেশী সমন্বয় বৃদ্ধির উপর জোরারোপ করেন। আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. দিলারা জাহিদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইউনুছ আলী ও মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন ও মোঃ আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ ভূতাত্তিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আবু সাঈদ মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ আনিসুর রহমান, রাজউক-এর নির্বাহী প্রকৌশলী খন্দকার ওয়াহিদ সাদিক শুভ, জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক রিনাত ফৌজিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধানরা।
ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন সকলের উদ্দেশ্যে ধন্যবাদজ্ঞাপন করেন। এর মাধ্যমে দিবস উদযাপনের পরিসমাপ্তি হয়।