ভাষাবিজ্ঞান বিভাগে ২২ আগস্ট, ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিভাগের পিএইচডি গবেষক জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন এর পিএইচডি সংক্রান্ত প্রথম উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। তাঁর গবেষণা অভিসন্দর্ভের প্রস্তাবিত শিরোনাম : ’নোয়াখালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ও সমাজভাষাবৈজ্ঞানিক বৈশিষ্ট্য বিশ্লেষণ'। সেমিনারের আলোচ্য বিষয় হল নোয়াখালীর উপভাষায় নাসিক্যধ্বনি ও অনুনাসিক ধ্বনির ব্যবহার। সেমিনারে উপস্থিত ছিলেন গবেষকটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপক ড. হাকিম আরিফ। সেমিনারটিতে আরও উপস্থিত ছিলেন ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ। (On Thursday, 22 August 2024, at 11:00 a.m., the Department of Linguistics, University of Dhaka, hosted the first open PhD seminar of Mr Mohammad Mozammel Hossain, a PhD researcher in the department. The proposed title of his dissertation is “An Analysis of the Phonological, Morphological, and Sociolinguistic Features of the Noakhali Dialect.” The focus of the seminar discussion was the use of nasal and nasalised sounds in the Noakhali dialect. The seminar was attended by the researcher’s supervisor, Professor Dr Sakhawat Ansari, and the discussant, Professor Dr Hakim Arif of the Department of Communication Disorders. Faculty members of the Department of Linguistics were also present at the event.)