২৩শে মে ২০২৩ সকাল ১১টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ভাস্কর্য বিভাগের উদ্যোগে ‘ভাস্কর নভেরা আহমেদ স্মারক বক্তৃতা ২০২৩’ অনুষ্ঠিত হয়। বক্তৃতার শিরোনাম ছিল ‘নভেরা চর্চা: বিবিধ দৃষ্টিকোন’। বক্তৃতাটি উপস্থাপন করেন গবেষক ও শিক্ষক ড. রেজাউল করিম সুমন। বক্তৃতার পরবর্তী নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম। বক্তৃতা অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের চেয়ারপারসন ড. নাসিমা হক মিতু।
বক্তৃতায় ড. রেজাউল করিম নভেরা আহমেদকে নিয়ে পর্যায়ক্রমে যেসকল আলোচনার আবির্ভাব হয়েছে সেইসব আলোচনার দৃষ্টিভঙ্গী বিশ্লেষণাত্মক রূপে উপস্থাপন করেন। নভেরা চর্চার ৩০ বছরে নানা পর্যায়ে নভেরাকে নিয়ে তথ্যের বিভ্রাট, ভুল তথ্য প্রচার, পরস্পর বিরোধী মতামত প্রভৃতি তাঁর বক্তব্যে উঠে আসে।
বক্তৃতা পরবর্তী আলোচনায় আরও অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, অধ্যাপক নিসার হোসেন, ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ঢালি আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদা খাতুন জুঁই প্রমুখ।