ঢাকা বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তি
সুমিতোমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড বৃত্তি: ২০১৯-২০২০ আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে (যারা ২০১৯ সনে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ) সুমিতোমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃক ১০ (দশ) টি বৃত্তি প্রদান করা হবে । সদাচরণ, পড়াশুনা সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী ৩ (তিন) বছর নবায়নযোগ্য । সুমিতোমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃক শিক্ষার্থীদের বৃত্তি চূড়ান্ত ভাবে নির্বাচন করা হয় ।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থীরা (যারা বৃত্তির শর্তাবলী পূরণ করেছেন) নির্ধারিত আবেদন ফর্মে উক্ত বৃত্তির জন্য আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (Id Card) দেখিয়ে নির্ধারিত আবেদন ফর্ম রেজিস্ট্রারের অফিস শিক্ষা-৫ শাখা (রুম নং-২০৮,ক) থেকে সংগ্রহ করতে পারবেন । আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ করে ১(এক) কপি রঙিন ছবি, এসএসসি ও এইচএসসি-এর নম্বর পত্র এবং বিভাগীয় প্রত্যয়নপত্রসহ আবেদনের দুই সেট (এক কপি ফটোকপি) স্ব-স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউট-এর পরিচালক এবং হল প্রাধ্যক্ষ্যের স্বাক্ষর ও সীলমোহরসহ আগামী ৩১/০১/২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রারের অফিস শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২০৮,ক) জমা দিতে হবে।
“বৃত্তির আবেদনের শর্তাবলী”
১। আবেদনকারী শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে ।
২ । আবেদনকারীর এসএসসি-তে ৪.৮০ (৪র্থ বিষয় বাদে) এবং এইচএসসি-তে ৪.৮০(৪র্থ বিষয় বাদে) গ্রেড থাকতে হবে । ৩ । আবেদনকারীর লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন এই মর্মে বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক
ইংরেজীতে একটি প্রত্যয়ন পত্র আবেদন পত্রের সাথে জমা দিতে হবে ।
৪ । ৩১/০১/২০২৩ তারিখে শিক্ষার্থীর বয়স ৩০(ত্রিশ) বছরের নিম্নে হতে হবে ।
৫ । যদি কোন শিক্ষার্থী সুমিতোমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড-এর বৃত্তির সমপরিমান অর্থ অন্য
কোন বেসরকারী প্রতিষ্ঠান হতে বৃত্তি প্রাপ্ত হয়, তাহলে উক্ত শিক্ষার্থী এই বৃত্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না ।