আগামী ১১ জুলাই ২০২৪ তারিখে সমগ্র বিশ্বে জনসংখ্যা দিবস উদযাপন হবে। এই উপলক্ষে পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। রচনা প্রতিযোগিতার বিষয়বস্তু “Embracing the power of inclusive data towards a resilient and equitable future for all" অথবা "অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যতার ভিত্তিতে সহনশীল ভবিষ্যত গড়ি" এবং ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয়বস্তু “Family Dynamics”, “Population Density and Urbanization”, “Economic Opportunities and Challenges”, এবং “Climate Change and Environmental Impact”. উক্ত রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে ।
ধন্যবাদান্তে,
অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেন
চেয়ারম্যান