বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আজ ১১ জুলাই ২০১৯ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পপুলেশন সায়েন্সেস বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মন্ডলী ।