গত ২১ শে আগস্ট প্রফেসর ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকীর পরিচালনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একটি পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পিএইচডি রিসার্চার খান শরীফুজ্জামান তার থিসিসের প্রধান প্রধান বিষয়গুলো তুলে ধরেন। তার পিএইচডি থিসিসের টাইটেল ছিল, “Risk Assessment of Violent Extremism in the Learning Environment of Secondary Educational Institutions in Bangladesh” তার গবেষণায় উঠে আসে, Teaching Learning Environment এর উপাদান গুলোর চেয়ে সমাজের অন্যান্য ফ্যাক্টর গুলো Violent Extremism তৈরিতে বেশি ভূমিকা রাখছে। সেমিনারে উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটির সাবেক জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডক্টর সাব্বীর আহমেদ, অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডক্টর শান্তনু মজুমদার, সহযোগী অধ্যাপক ডক্টর মামুন আল মোস্তফা। সম্মানিত শিক্ষকগণ গবেষণাটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং গবেষণা কর্মটির প্রশংসাও করেন।
এছাড়াও সেমিনারে অংশগ্রহণ করেন বিভাগের অন্যান্য এমফিল ও পিএইচডি গবেষকসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।