ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. খালেদ হাসান-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. খালেদ হাসান ছিলেন একজন খ্যাতিমান ভূতত্ত্ববিদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ছাড়াও তিনি ভূতত্ত্ব বিভাগে সুনামের সঙ্গে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী এই অধ্যাপক শিক্ষক ও শিক্ষার্থীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষক ও পরামর্শক হিসেবেও কাজ করেছেন। দেশ-বিদেশের অনেক জার্নালে তাঁর বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ভূতত্ত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিষয়ক গবেষণায় অসাধারণ অবদানের জন্য গুণী এই অধ্যাপক স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. খালেদ হাসান গত ১৫ সেপ্টেম্বর ২০২২ যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়