ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে নিয়ে আসছে ইতিহাস পাঠ ও মানবতার মুক্তি বিষয়ক গবেষণাধর্মী নাট্য পরিবেশনা উদয়ের পথে এই আলোকতীর্থে । ৩ ডিসেম্বর ২০২১ বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রযোজনাটি মঞ্চস্থ হবে। গবেষণাধর্মী বিশেষ এই নাট্য পরিবেশনায় ফুটে উঠেছে— ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম, ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরের ঐতিহাসিক ঘটনা, বৃটিশ বিরোধী আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, সামরিক শাসন, স্বৈরাচারী শাসন, যুদ্ধাপরাধীর বিচারসহ বাংলাদেশের যৌক্তিক সকল আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অবদান। বিভাগীয় শিক্ষক নাভেদ রহমানের নির্দেশনা ও পরিকল্পনায়, স্বাতকোত্তর ও স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্মিত হয়েছে এই নাট্য পরিবেশনা। মূল ভাবনা ও সমন্বয় করেছে বিভাগীয় চেয়ারম্যান আশিকুর রহমান লিয়নের। সূচনা সংগীত রচনা করেছে শংকর কুমার বিশ্বাস এবং সমাপনীসহ দু’টি সংগীতের রচয়িতা বিভাগীয় শিক্ষক শাহমান মৈশান। সুর, সংগীত ও পোশাক পরিকল্পনা করেছে কাজী তামান্না হক সিগমা। চলন, দেহ বিন্যাস ও কোরিওগ্রাফি করেছে অমিত চৌধুরী। মহড়া ও আবহ সংগীত তত্ত্বাবধান করেছে মনোহর চন্দ্র দাস। সার্বিক তত্ত্বাবধান ও অনুপ্রেরকের ভূমিকা পালন করেছে তানভীর নাহিদ খান।