ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় আগামী ১ হতে ৫ জানুয়ারি ২০২২ তারিখ প্রতিসন্ধ্যা ৬:৩০টায় নাটমণ্ডল মিলনায়তনে বিভাগীয় সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান-এর নির্দেশনায় ঐতিহ্যবাহী যাত্রাপালা রীতির নিরীক্ষামূলক উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন মঞ্চস্থ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের সৌজন্যে ১ জানুয়ারি ২০২২ তারিখের প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষকদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে আপনার উপস্থিতি আমাদের চিন্তা ও সৃজনশীল তৎপরতায় অনুপ্রেরণা যোগাবে।