ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগে ১৮/০৯/২০২২ তারিখ, রবিবার, সকাল ১১ টায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের জন্য এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ২৩ জন এবং কলা অনুষদ থেকে ১৭ জন শিক্ষার্থীসহ মোট ৪০ জন শিক্ষার্থী বিভাগে ভর্তি হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকগণ নবাগত শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের উপস্থাপনায় বিভাগের ইতিহাস, পরিচিতি পর্ব, অগ্রগতি, লক্ষ্য এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।