২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শূন্য আসনে মাস্টার্স্ প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত জাতীয় বিশ্ববিদ্যালয়সহ যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিয়মিত মাস্টার্স্ প্রোগ্রামে শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে প্রার্থীকে অবশ্যই নৃত্যে পারদর্শী হতে হবে। প্রার্থীদের স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫/দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর থাকতে হবে এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মোট ৬.৫ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এর কম থাকতে পারবে না। স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোন বাধ্যবাধকতা থাকবে না। প্রার্থীদের ন্যূনতম ৫ বছরের নৃত্য গুরু/নৃত্য প্রতিষ্ঠান কর্তৃক অভিজ্ঞতার সনদপত্র থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩/১১/২০২৩ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফরমে আবেদন করতে হবে।
ভর্তির তথ্য ও আবেদন ফরম বিভাগীয় অফিস/নৃত্যকলা বিভাগের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
আবেদনপত্র ডাউনলোডের লিংক: https://ssl.du.ac.bd/fontView/images/file/1698043736ApplicationForm&Guideline.pdf
যোগাযোগ: নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কলা ভবন (নীচ তলা), কক্ষ নং- ১০৯৮। মোবাইল: +৮৮০১৯২২২৪৭৫৬৯