ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ প্রথমবারের মত প্রথম আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য বিষয়ক ৮ দিন ব্যাপী কর্মশালা পরিচালনা করছে। ভারতের কথক নৃত্যের প্রখ্যাত নৃত্যগুরু ও নৃত্যশিল্পী শ্রী সন্দীপ মল্লিক, মনিপুরী নৃত্যের প্রখ্যাত নৃত্যগুরু ও নৃত্যশিল্পী শ্রীমতি বিম্বাবতী দেবী, ভরতনাট্যম নৃত্যের প্রখ্যাত নৃত্যগুরু ও নৃত্যশিল্পী শ্রী উত্তীয় বড়ুয়া শাস্ত্রীয় নৃত্য বিষয়ক কর্মশালা পরিচালনা করেছেন। এছাড়াও গত ২০ জুলাই ২০২৩ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র অডিটরিয়ামে ১ম আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা ও নৃত্য উৎসবে নৃত্যগুরুদের সাথে তবলায় শ্রী সুবীর ঠাকুর, সরোদে শ্রী সুনন্দ মুখোপাধ্যায় এবং কণ্ঠে শ্রী অরিন্দম ভট্টাচার্য্ প্রমুখ যন্ত্রশিল্পী হিসেবে সংগত করেন।