বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL)-এর আয়োজনে ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’ শীর্ষক ধারাবাহিক বক্তৃতা কার্যক্রমের একুশতম অনুষ্ঠান গত ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার, সকাল ১১.০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন আর.সি. মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের খন্ডকালীন অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’য় ‘বঙ্গবন্ধুর বিশ্ববীক্ষা (worldview) ও বিশ শতকের দক্ষিণ এশিয়া’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS)-এর পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন। পঠিত প্রবন্ধের উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL)-এর পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. ফকরুল আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL)- এর রিসার্চ ফেলো তৌহিদুল হাসান নিটোল।