এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী এমএস এডুকেশনাল সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে ভর্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
প্রার্থীকে অবশ্যই
(ক) এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫ অথবা ন্যূনতম ৫০% নম্বর এবং
(খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মনোবিজ্ঞান/ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে ন্যূনতম ৫০% নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ-৩ পেয়ে ৪ (চার) বছরের স্নাতক (সম্মান) অথবা উক্ত বিষয়ে ৩ (তিন) বছর মেয়াদী স্নাতক (সম্মান) সহ ১ (এক) বছরের মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
‘উল্লিখিত শর্ত পূরণ না হলে ভর্তি বাতিল হবে’ এই শর্তে স্নাতক ফাইনাল পরীক্ষার ফলাফল প্রত্যাশী প্রার্থীও আবেদন করতে পারবেন।
প্রাথমিক আবেদনপত্রের ফর্ম অফেরৎযোগ্য ২০০০/- (দুই হাজার টাকা) ফিস জমা দিয়ে ১২-১০-২০২৩ থেকে ১২-১১-২০২৩ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টার মধ্যে বিভাগের অফিস (কলা ভবন, কক্ষ নং- ৪০০৪) থেকে সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে দুই কপি ছবি এবং সকল পরীক্ষা পাশের নম্বরপত্রের সত্যায়িত কপিসহ জমা দিতে হবে।
লিখিত পরীক্ষা |
: |
১৮-১১-২০২৩ ইং তারিখ (শনিবার) সকাল ১০.০০ মিঃ – ১১.০০ মিঃ। |
লিখিত পরীক্ষার ফল প্রকাশ |
: |
১৯-১১-২০২৩ ইং তারিখ (রবিবার)। বিভাগীয় নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে। |
মৌখিক পরীক্ষা |
: |
২১-১১-২০২৩ ইং তারিখ (মঙ্গলবার) সকাল ১০.০০ মিঃ। |
চূড়ান্ত ফল প্রকাশ |
: |
২৩-১১-২০২৩ ইং তারিখ (বৃহস্পতিবার)। বিভাগীয় নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.du.ac.bd/body/decp)। |
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগঃ +৮৮০২৯৬৬১৯০০/৭৬৯৮; ০১৯৬৭৮৬৭৯৩৩ |