জাতির পিতা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীকে স্মরণকালের শ্রেষ্ঠ অর্জন হিসেবে বিবেচনায় নিয়ে তাঁর জীবন, দর্শন, রাজনীতি, সমাজ নীতি এবং বাঙালি জাতির পরাশক্তির হাত হইতে মুক্তি লাভ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অবদান চর্চায়, প্রচারনায় এবং দেশ গঠনের রাষ্ট্র-দর্শন, সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার প্রত্যেক স্তরে সেগুলো বাস্তবায়নের দিক নির্দেশনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL) প্রতিষ্ঠা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৬ জুন, ২০১৯ তারিখের প্রস্তাব উত্থাপন ও ডিনস্ কমিটির ২৬ সেপ্টেম্বর, ২০১৯ তারিখের বৈঠকে “বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি” নামে একটি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে ২৮ অক্টোবর, ২০১৯ তারিখে একাডেমিক পরিষদের সভায় উক্ত গবেষণা ইনস্টিটিউট অনুসমর্থিত হয়। ফলশ্রুতিতে, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (Bangabandhu Sheikh Mujib Research Institute for Peace and Liberty) নামে একটি বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পায়।
উল্লেখ্য, এই ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিধিবদ্ধ সংস্থা, যাহা ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর অধীনে এবং স্বীয় সংবিধি দ্বারা পরিচালিত হইবে।