বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য পরিচিতি অনুষ্ঠান ২ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দে সকাল ১০টায় কলা ভবনের কক্ষ ৫০০৬-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাজী নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ। সভাপতিত্ব করেন বিভাগটির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম। অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্বধর্ম ও সংস্কৃতির আন্তঃধর্মীয় চেতনা, মানবিক মূল্যবোধ ও একাডেমিক উৎকর্ষতার গুরুত্ব তুলে ধরেন।