বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩: চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ১১ থেকে ১৭ নভেম্বর ২০২৪ প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।
উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান: ১১ নভেম্বর ২০২৪, সোমবার, বিকাল ৩টা, ওসমান জামাল মিলনায়তন, চারুকলা অনুষদ ।
প্রধান অতিথি: মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান (পিএইচডি), ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশেষ অতিথি: মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী (পিএইচডি), ঢাকা বিশ্ববিদ্যালয় ও
মাননীয় ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ (পিএইচডি), চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম, শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান জনাব নাসিমুল খবির।
প্রদর্শনীতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমএফএ ও বিএফএ প্রোগ্রামের ছয়টি ব্যাচের মোট ৪৪ জন শিক্ষার্থীর ৬৪টি শিল্পকর্ম উপস্থাপিত হবে।
প্রতি বছরের মতো এবারও মোট ৫টি পুরস্কার প্রদান করা হবে।