‘ঢাকা বিশ্ববিদ্যালয় চেস চ্যাম্পিয়নশিপ’-এ ঢাবি দাবা ক্লাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তানভীর আলম চ্যাম্পিয়ন হয়েছেন। এই প্রতিযোগিতায় ১ম রানার আপ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী জারিন তাসনিম এবং ২য় রানার আপ হয়েছেন ফলিত পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাদশা আলমগীর। ক্লাবের ৩৮ বছর পূর্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব গত ১-৩ জানুয়ারি ২০২৫ ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘উইন্টার চেস ফেস্টিভ্যাল’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করে।
এছাড়া, ‘উইন্টার চেস ফেস্টিভ্যাল’ উপলক্ষ্যে গত ৩ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি র্যাপিড রেটিং টুর্নামেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অ্যালামনাই প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মরণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সারাদেশ থেকে ৩ শতাধিক দাবাড়ু অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনত চৌধুরী। ১ম রানার আপ হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং ২য় রানার আপ হয়েছেন ফিদে মাস্টার মো. শরীফ হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গত ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্লাবের সভাপতি তানভীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীম আকন্দ ও মোহাম্মদ শাফকাত হোসেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন ভুঁইয়া (লাভলু) এবং প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সহধর্মিণী লাবণ্য রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দাবা ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান শরীফ শুভ এবং সাংগঠনিক সম্পাদক ফারিহা সুমনা অনুষ্ঠান সঞ্চালন করেন ।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়