বায়ুদূষণ রোধে টাস্কফোর্স গঠনের পরিকল্পনা
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে ‘Air Quality Research and Environmental Policy Discussion’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ ১২ জানুয়ারি ২০২৫ রবিবার বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের (University of Wisconsin-Madison, USA) অধ্যাপক ড. জেমস জে. শাওয়ার (Prof. Dr. James J. Schauer)বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা অ্যামি ক্যাস (Amy Cass) অনুষ্ঠান সঞ্চালন করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকার বায়ুদূষণের প্রভাবে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বায়ুদূষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বায়ুদূষণ রোধে ঢাকার সড়কসমূহের ডিভাইডারে শিগগিরই বৃক্ষরোপণ ও সবুজায়ন করা হবে। এছাড়া, টাস্ক ফোর্স গঠন এবং টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বায়ুদূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, পরিবেশ, মানবস্বাস্থ্য ও অর্থনীতির উপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব দিন দিন বেড়ে চলেছে। এর প্রভাবে নানাবিধ মারাত্মক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। অকালমৃত্যু ও শিশুমৃত্যুর হার বাড়ছে। মানুষের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। বায়ু দূষণ রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
সেমিনারে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের (Saint Louis University, USA) অধ্যাপক ড. বেনজামিন দে ফয় (Prof. Dr. Benjamin de Foy) কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের (McGill University, Canada) সহযোগী অধ্যাপক জিলিয়াম বামগার্টনার (Associate Professor Jilliam Baumgartner) ও মার্থা লি (Martha Lee), স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদুল কাইউম, ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রভাষক সামিহা নাহিয়ান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক শহীদ উজ-জামান এবং পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা শাখার পরিচালক মো. জিয়াউল হক ঢাকা শহরের বায়ুর গুণগতমান ও বায়ুদূষণ বিষয়ক পৃথক পৃথক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়