ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ ধর্মাবলম্বী ছাত্রদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ’-এর নবীন বরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা গতকাল ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সন্ধ্যায় জগন্নাথ হলের রবীন্দ্র ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া উদ্বোধনী বক্তব্য দেন। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শান্টু বড়ুয়াকে অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. নীরু বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ-এর সাবেক সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, বর্তমান সভাপতি অভিষেক বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্রতীক বড়ুয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে শুধু মেধার ভিত্তিতেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। এখানে ধর্ম, বর্ণ বা গোত্র বিবেচ্য নয়। প্রত্যেক ধর্ম ও বর্ণের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে সমান সুযোগ ও অধিকার ভোগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়