ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থীদের চলাফেরা নির্বিঘ্ন করতে সবসময় সচেষ্ট রয়েছে প্রক্টরিয়াল টিম। ভাসমান ও ভবঘুরে লোকদের উচ্ছেদে অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। একই সঙ্গে বহিরাগত ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল ২০ মে রাতভর অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল টিম। তার খণ্ড চিত্র-
* গতকাল ২০ মে মধ্য রাতে ক্যাম্পাসের তিন নেতার মাজার এলাকায় গাঁজাসহ কয়েকজনকে আটক করে প্রক্টরিয়াল টিম। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
* ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ফুলার রোড, কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা ও কার্জন হলসহ পুরো ক্যাম্পাসে বহিরাগতদের উচ্ছেদে রাতভর অভিযান পরিচালিত হয়েছে।
* বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা, কবি সুফিয়া কামাল হল সংলগ্ন ফুটওভার ব্রীজ ও মেট্রোরেলের নিচে অবস্থানকারী ভাসমান লোকদের উচ্ছেদে রাতভর অভিযান চালানো হয়েছে। এছাড়া রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনি, শামসুন নাহার হলের সামনে ভবঘুরে লোকদের উচ্ছেদ করা হয়েছে।
* সকাল ৬টা থেকে ৯টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কবি সুফিয়া কামাল হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সামনে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য নিয়মিত দায়িত্ব পালন করছেন।
* ক্যাম্পাসে ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে।
২১/০৫/২০২৫
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়