শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), মাননীয় কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ সিনেট ও সিন্ডিকেটের সদস্যবৃন্দ, সকল অনুষদের ডিন, হল ও হোস্টেলসমূহের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, অফিস প্রধান, সম্মানিত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের মৌন মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ভবন সম্মুখস্থ ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে শুরু করে আজিমপুরস্থ ভাষা আন্দোলনের শহিদদের কবরস্থান হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এ উপলক্ষে আগামী ২১শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখ, বুধবার, সকাল ৬:৩০ মিনিটে মহান শহিদ দিবসের প্রভাতফেরীতে অংশগ্রহণের জন্য সকলকে মাননীয় উপাচার্য ভবন সম্মুখস্থ ‘স্মৃতি চিরন্তন’ চত্বর পাদদেশে সকাল ৬:১৫ মিনিটে সমবেত হওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ জানাচ্ছি।
-------------
স্বাক্ষরিত/-
প্রবীর কুমার সরকার
রেজিস্ট্রার
ঢাকা বিশ্ববিদ্যালয়।