UNESCO ঘোষিত Global Media and Information Literacy Week 2024 উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে “The New Digital Frontiers of Information: Media and Information Literacy for Public-Interest Information” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার বিকাল ০৩:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনস্থ আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ঢাকার জাতিসংঘ তথ্য কেন্দ্রের প্রাক্তন অফিস প্রধান ও ইনফরমেশন স্পেশালিস্ট ড. মো. মনিরুজ্জামান এবং ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন এন্ড ইনফরমেশন সেক্টর লিড মিজ নূরে জান্নাত প্রমা। সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
অতএব, উক্ত সেমিনারে আপনার সানুগ্রহ উপস্থিতি শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবে এবং Global Media and Information Literacy Week 2024 উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারকে সাফল্যমন্ডিত করবে।
ধন্যবাদসহ,
ড. মো. রোকনুজ্জামান
অধ্যাপক ও চেয়ারম্যান