ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫' এর চ্যাম্পিয়ন হয়েছে ইরানি নারী কবি "পারভিন এতেসামি" দল। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় টুর্নামেন্ট শেষে ট্রফি বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল পারভিন এতেসামি ও রানারআপ দল সিমিন দানেশভার-কে ট্রফি প্রদান করা হয়। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো আমাদের শিক্ষাব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ৷ সকল শিক্ষার্থীর শারিরীক ও মানসিক বিকাশে এগুলো চর্চা করার কোন বিকল্প নেই। বিভাগের মেয়েদের নিয়ে এমন একটি আন্ত:ব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। তাদের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় এবং অন্যদের জন্য উদাহরণ সৃষ্টিকারী অনুপ্রেরণাস্বরুপ।"