ফজলুল হক মুসলিম হল (১৯৪০)
ফজলুল হক মুসলিম হল প্রতিষ্ঠা হয় ১৯৪০ সালে। হলটি ১৯৪০ সালে অবিভক্ত বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী এ, কে ফজলুল হকের নামে নামকরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন হল গুলোর মধ্যে অন্যতম| হলের কার্যক্রম ১ জুলাই, ১৯৪০সালে ৩৬৩ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হয়। এর মধ্যে ২৩১ জন আবাসিক ছাত্র ও ১৩২ জন অনাবাসিক ছাত্র, তম্মধ্যে ০৩ জন ছাত্রী ছিল।
হলের দুটি ভবন রয়েছে ; প্রধান ভবন ও বর্ধিত ভবন (দক্ষিণ ভবন)। হলে ২৬২ টি কক্ষ আছে এবং ৭৬৬ টি সীট রয়েছে।
হলের প্রথম প্রভোস্ট ছিলেন ড. মোহাম্মদ শহীদুল্লাহ এবং বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুম। হলে ০৭ জন আবাসিক শিক্ষক ও ৭ জন সহকারী আবাসিক শিক্ষক রয়েছে। হল প্রশাসন পরিচালনা করেন হল প্রাধ্যক্ষ। সকল আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষকবৃন্দ হল প্রশাসন পরিচালনায় সহায়তা করেন ও ছাত্রদের কল্যানে নিয়োজিত রয়েছেন। তাঁরা হলের বিভিন্ন ব্লকে ছাত্রদের সীট বন্টন এবং ছাত্রদের সেবামূলক কর্মকান্ডে তদারকি করে থাকেন। তাছাড়া হলের ডাইনিং “সৃষ্টি” মেস সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সিনিয়র আবাসিক শিক্ষক অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। হল প্রশাসন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে।
হলের ছাত্রদের লেখাপড়ার সুবিধার্থে হল লাইব্রেরী সকাল ৯-০০ টা থেকে বিকেল ৪-০০ টা পর্যন্ত খোলা রাখা হয়। ছাত্ররা হল লাইব্রেরী ...
হল ডাইনিং এর অর্থ উপদেষ্টা হিসাবে অত্র হলের সিনিয়র আবাসিক শিক্ষক এর তত্তাবধানে ছাত্রদের নিয়ে গঠিত পরিচালনা কমিটির মাধ্যমে ছাত্রদের ...