About Us

Content being update

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণায় ( এম. ফিল/ পি. এইচ. ডি) নিয়োজিত ছাত্রীদের জন্য ১৯৯৩ সালে রোকেয়া হলের অভ্যন্তরে নবাব ফয়জুন্নেসা চৌধূরাণী ছাত্রী নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।পরবর্তীতে ১৯৯৪ সালে ছাত্রী নিবাসটির উদ্বোধন করা হয়। এম. ফিল/ পি. এইচ. ডির ছাত্রীরা অন্যান্য ছাত্রী হলে অনাবাসিক ছাত্রী হিসেবে ভর্তি হওয়ার পর আবাসিক ছাত্রী হিসেবে থাকতে ইচ্ছুক হলে এই ছাত্রী নিবাসে আবাসিক হিসেবে থাকছে। একটিমাত্র ভবনে এই ছাত্রী নিবাসটির সকল কার্যক্রম পরিচালিত হয়। এই ভবনটিতে ৩৫টি আবাসকক্ষ, একটি অডিটোরিয়ামসহ টি.ভি. রুম, ১টি সাইবার রুম, ১টি লাইব্রেরি, ১টি ডাইনিং, ওয়ার্ডেন-সহকারি ওয়ার্ডেন এর অফিস ও ছাত্রী নিবাসের প্রশাসনিক অফিস কক্ষ রয়েছে।এছাড়াও একটি ছোট্ট আঙিনা রয়েছে যেটি ছাত্রী নিবাসকে একটি নান্দনিক রূপ দিয়েছে।

ছাত্রী নিবাসের প্রশাসনিক কার্য পরিচালনার জন্য ওয়ার্ডেন-সহকারি ওয়ার্ডেনের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। এই কমিটি প্রতি মাসে একটি সাধারণ সভার আয়োজন করে এবং ছাত্রী নিবাসের বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্রীদের সাথে আলোচনা করে সমাধান করে থাকে। ছাত্রী নিবাসের বর্তমান ওয়ার্ডেন অধ্যাপক ড. শারমিন মূসা এবং সহকারি ওয়ার্ডেন অধ্যাপক ড. কাজী হানিয়াম মারিয়া ও সহযোগী অধ্যাপক ড. শেখ তানজিলা দীপ্তি। খন্ডকালীন মনোবিজ্ঞানী হিসেবে হাবীবা সুলতানা রুন্টি কর্মরত আছেন। নারীদের গবেষণার সু্যোগ সৃষ্টির লক্ষ্যে স্থাপিত এই ছাত্রীনিবাসের গবেষকেরা বিশ্ববিদ্যালয় তথা দেশের উন্নয়নে প্রতিনিয়ত সফলতার স্বাক্ষর রাখছেন এবং জ্ঞান অনুরাগী নবাব ফয়জুন্নেসার নামের স্বার্থকতা ধরে রেখেছেন।

Message from the Provost

Notice

News

Upcoming Events

Facilities

Hall in Numbers

Rooms
Seats
Residential Students
Non-Residential Students

Photo Gallery