ইন্টারন্যাশনাল হোস্টেলটি ১৯৬৬ সালে বিদেশী ছাত্র- ছাত্রীদের জন্য প্রতিষ্ঠিত হয়।পরবর্তীতে ২০০১ সালে হোস্টেলটি স্যার পি জে হার্টগইন্টান্যাশনাল হল নামে রূপান্তরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার ফিলিপ যোসেফ হার্টগ (১৮৬৪-১৯৪৭) এর নামানুসারে এ হলের নামকরণ করা হয়।এ হলের অধিনে ১১৭ জন বিদেশী ছাত্র-ছাত্রী রয়েছে, এর মধ্যে ১৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ও ইনস্টিস্টিউট এ অধ্যয়নরত। বাকীরা অধিভূক্ত কলেজ ও ইনস্টিটিউটে। কিছু সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা হলে বসবাস করছেন। ভিজিটিং গবেষক ও স্কলারগণের জন্য এখানে রয়েছে ৯টি অতিথি কক্ষ। হল যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জাতীয় দিবস পালন করে থাকে। হলে অবস্থানরত ছাত্রদের জন্য কর্তৃপক্ষ ইনডোর গেইমস প্রতিযোগিতার আয়োজন করে। এখানে আধুনিক সুযোগ-সুবিধাসহ ডাইনিং হল ও রান্নাঘর রয়েছে। ছাত্ররা কম্পিউটার ও ইন্টারনেটের সুবিধাসহ একটি লাইব্রেরিও ব্যবহার করছে। হলে একটি সুন্দর টিভিকক্ষ আছে। হলের সম্মুখস্থ দুইপাশে দুটি বাগান হলের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে।