স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্হলের ৩০৭ নং কক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।পরবর্তীতেসে বছরই ২৪ অক্টোবর উক্ত হলে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে "বাঁধন"।
বাঁধন এর সূচনা লগ্নে অমর একুশে হলের তখনও জন্মহয়নি।
২০০১ সালে অমর একুশে হল প্রতিষ্ঠা হলে সেবছরই মোঃ নুরুল হুদা ভুইঁয়া কাননের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পদবি নাম বিভাগ সেশন
জোনালপ্রতিনিধি মাহফুজ আলম গণিত ১৬-১৭
সভাপতি আবু হাসিব লিপু অণুজীববিজ্ঞান ১৬-১৭
সহ সভাপতি - ১ মোঃএমদাদুলহকশুভ গণিত ১৬-১৭
সহ সভাপতি - ২ মোঃ সাদমান-আল-শাকিব (স্বচ্ছ) ফার্মেসি ১৭-১৮
সাধারণ সম্পাদক মোঃ ইমামুল হক মৃত্তিকা,পানি ও পরিবেশ ১৭-১৮
সহ সাধারণ সম্পাদক মোঃইমামুররশিদ সমুদ্রবিজ্ঞান ১৭-১৮
সাংগঠনিক সম্পাদক নাফিসফুয়াদ উদ্ভিদবিজ্ঞান ১৭-১৮
সহ সাংগঠনিক সম্পাদক মোঃসাখাওয়াতহোসেনরাহাদ ফার্মেসি ১৭-১৮
কোষাধ্যক্ষ নাহিদআলম পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ১৭-১৮
দপ্তর সম্পাদক মোঃমেহেদীহাসান (সজীব) রসায়ন ১৮-১৯
প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিবহাসানলিমন পরিসংখ্যান ১৮-১৯
তথ্য ও শিক্ষা সম্পাদক মোঃমহিবুলনাছিরস্বপন পরিসংখ্যান ১৮-১৯
কার্যকরী সদস্য
মোঃনাইমুররহমান (দুর্জয়) উদ্ভিদবিজ্ঞান ১৮-১৯
মোঃমীরহোসেন মৎস্যবিজ্ঞান ১৮-১৯
ছাল্লালহোসেন ফার্মেসি ১৮-১৯
জাহিদ হাসান চৌধুরী তড়িৎ ও প্রকৌশল ১৮-১৯
সোহেলরানা গণিত ১৮-১৯