ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে। হলের আবাসিক ও অনাবাসিক ছাত্র, কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত শিক্ষকগণ স্বতস্ফ‚র্তভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই দিনটি একটি আনন্দমুখর পরিবেশে রূপ নেয় যা হল সংশ্লিষ্ট সকলেই খুব উপভোগ করে। বহিরাঙ্গন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে আরও উল্লেখযোগ্য কিছু প্রতিযোগিতা হচ্ছে আন্ত:হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্ত:হল ফুটবল, আন্ত:হল ব্যাডমিন্টন, আন্ত:হল ভলিবল, আন্ত:হল জুডো-কারাত এবং আন্ত:হল বার্ষিক সাঁতার প্রতিযোগিতা যেখানে হল শিক্ষার্থীরা নিয়মিতভাবে অংশগ্রহন করে থাকে। এর পাশাপাশি অমর একুশে হল হলের আবাসিক ছাত্রদের জন্য প্রতিবছর অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। ব্যাডমিন্টন, সর্ট পীচ ক্রিকেট, দাবা এবং টেবিল টেনিস প্রতিযোগিতার মাধ্যমে প্রতিবছর শীতকালে হলের অভ্যন্তরে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এসব ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন শারীরিক কসরত এবং বুদ্ধিদীপ্ত কৌশল প্রদর্শনের সুযোগ পায় তেমনি বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে হৃদ্যতা, বন্ধুত্ব এবং ভাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়ে উঠে। অমর একুশে হলের উল্লেখযোগ্য খেলোয়ারড়দের মধ্যে বাংলা চ্যানেল বিজয়ী সাঁতারু মোঃ সাইফুল ইসলাম রাসেল, মোঃ নাজমুল হোসাইন (সাঁতার), জুডোতে মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ রবিউল ইসলাম, ব্যাডমিন্টনে মোঃ মোক্তাদির হাসান তন্ময় ও মোঃ মঞ্জুরুল হক অন্যতম।