ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতার একাদশ আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সম্মাননীয় অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ, বিশেষ অতিথি ছিলেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ এবং একুশে ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও মডারেটর ড. শরীফুল ইসলাম।
তিনদিন ব্যাপী এই আয়োজনে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বনামধন্য দলসমূহের অংশগ্রহণে ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতার এই একাদশতম আসরকে করেছে পরিপূর্ণ।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে Kabi Jasimuddin Hall Debating Club-KJHDC এবং রানার্স আপ Rajshahi University Debating Organization - RUDO।
কলেজ পর্যায়ে সরকারি বিজ্ঞান কলেজ ডিবেটিং ক্লাব এবং স্কুল পর্যায়ে শফিউদ্দীন সরকার একাডেমি এন্ড কলেজ ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। কলেজ পর্যায়ে রানার্স আপ হলিক্রস কলেজ ডিবেটিং ক্লাব এবং স্কুল পর্যায়ে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ডিবেটিং ক্লাব।