দীর্ঘ দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের সাথে হাজী মুহম্মদ মুহসীন হলেও ৪র্থ বর্ষ ও মাস্টার্সের আবাসিক শিক্ষার্থীরা ফিরে এসেছেন। আজ ৫ই অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেন।
নির্ধারিত সময় সকাল ৮টার পরপরই শিক্ষার্থীরা মালপত্র নিয়ে একে একে হলে আসলে, তাদের পরিচয়পত্র, টীকা নেওয়ার প্রমাণপত্র ইত্যাদি চেক করা হয়। এরপর শিক্ষার্থীদের ফুল, বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মাস্ক ও চকলেট দিয়ে বরণ করে নেয় হল কর্তৃপক্ষ। হল প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করার উপদেশ প্রদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই সময় হল পরিদর্শনে আসেন।
মুহসীন হলের প্রবেশ পথেই বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। হলের দেয়ালগুলো চুনকাম ছাড়াও প্রয়োজনীয় সংস্কারকাজও শেষ হয়েছে। একজন শিক্ষার্থী হলে উঠার কিছুক্ষণ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নোক্ত মন্তব্য করেন-
“আলহামদুলিল্লাহ। অবশেষে প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়া হয়েছে। দেড় বছর পর পুনরায় হলে প্রবেশ করে অনেক বেশি আনন্দিত। মুহসীন হলের বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্য্য অনেকটা বেড়েছে। তাই মুহসীন হলের আবাসিক শিক্ষকবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
হাজী মুহম্মদ মুহসীন হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।