এতদ্বারা অমর একুশে হলের সকল আবাসিক ও অনাবাসিক ছাত্রদের জানানো যাচ্ছে যে, আগামী ৬ ডিসেম্বর ২০২১ তারিখ সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে অমর একুশে হলের ছাত্রবৃন্দের জন্য নিম্নোক্ত বিভাগসমূহে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১) একক বক্তৃতা:
বিষয়: বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন
নাম জমা দেয়ার সর্বশেষ সময়: ২.১২.২১ তারিখ বিকেল ৫টা, হল অফিস
প্রতিযোগিতার স্থান ও সময়: হল মিলনায়তন (নন্দন), ৩.১২.২০২১ তারিখ রাত ৯টা
২) আবৃত্তি:
বিষয়: বঙ্গবন্ধুকে নিয়ে রচিত যেকোনো কবিতা
নাম জমা দেয়ার সর্বশেষ সময়: ২.১২.২০২১ তারিখ বিকেল ৫টা, হল অফিস
প্রতিযোগিতার স্থান ও সময়: হল মিলনায়তন (নন্দন), ৪.১২.২০২১ তারিখ রাত ৯টা
৩) সঙ্গীত পরিবেশন:
বিষয়: বঙ্গবন্ধুকে নিয়ে রচিত যেকোনো গান
নাম জমা দেয়ার সর্বশেষ সময়: ২.১২.২১ তারিখ বিকেল ৫টা, হল অফিস
প্রতিযোগিতার স্থান ও সময়: হল মিলনায়তন (নন্দন), ৩.১২.২০২১ তারিখ সন্ধ্যা ৬টা
৪) কুইজ প্রতিযোগিতা (নৈর্ব্যক্তিক প্রশ্ন):
বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রবৃন্দকে ৫.১২.২০২১ তারিখ রাত ১০টায় হল
মিলনায়তনে (নন্দন) উপস্থিত থোকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হচ্ছে।
৫) দেয়ালিকা:
ক) বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা
খ) বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত ছোট গল্প (অনধিক ১৫০ শব্দ)
গ) বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত প্রবন্ধ (অনধিক ২৫০ শব্দ)
ঘ) বঙ্গবন্ধুর জীবনী থেকে প্রাসঙ্গিক তথ্যমূলক ও গবেষণা ধর্মী লেখা (অনধিক ২৫০ শব্দ)
নাম ও লেখা জমা দেয়ার শেষ তারিখ : ২.১২.২০২১ তারিখ বিকাল ৫টা, হল অফিস
৬) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়: ৬.১২.২০২১ তারিখ বেলা ১টা থেকে ৬টা পর্যন্ত, হল মিলনায়তন।
বাঁধন অমর একুশে হল ইউনিট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য, উপরি উল্লিখিত সকল বিভাগে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীকে ৬.১২.২০২১ তারিখে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ একান্ত কাম্য।
হল কর্তৃপক্ষ
অমর একুশে হল