অমর একুশে হলে যে সকল শিক্ষার্থী আবাসিক/দ্বৈতাবাসিক হওয়ার জন্য আবেদন করেছে তাদের সাক্ষাৎকার প্রাধ্যক্ষের কক্ষে নিন্মলিখিত সময়ে অনুষ্ঠিত হবে।
তারিখ |
|
---|---|
তারিখঃ ০১.০৯.২০২৪ রবিবারঃ বেলা ২টা |
২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩ |
তারিখঃ ০২.০৯.২০২৪ সোমবারঃ বেলা ২টা |
২০২৩-২০২৪ |
সাক্ষাৎকারে নিন্মলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে।
ক) i) পিতা, মাতা, অথবা আইনানুগ অভিভাবক চাকুরিজীবী হলে তার নিয়োগকর্তার নিকট থেকে সর্বশেষ অর্থ বছরের বার্ষিক আয়ের প্রত্যয়নপত্র এবং ট্যাক্স রিটার্ন জমার রশিদ।
ii) পিতা, মাতা, অথবা আইনানুগ অভিভাবক ব্যবসায়ী হলে তার সর্বশেষ অর্থ বছরের ট্যাক্স রিটার্ন জমার রশিদ ও প্রতিষ্ঠানের কর্তৃক প্রদত্ত বার্ষিক আয়ের প্রত্যয়নপত্র।
iii) অন্যন্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা/সিটি কর্পোরেশনের কমিশনারের নিকট থেকে বার্ষিক আয়ের প্রত্যয়নপত্র।
খ) SIF এর ফটোকপি।
গ) বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার নম্বরপত্রের কপি।
ঘ) জাতীয় পরিচয়পত্র (যদি থাকে) অথবা জন্মনিবন্ধন সনদের কপি।
ঙ) হল/হোস্টেলে বিদ্যমান সামাজিক/সাংস্কৃতিক/ক্রীড়া ক্লাবের সদস্য হলে তার প্রমাণপত্র।
প্রাধ্যক্ষ অমর একুশে হল