সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS)-এর উদ্যোগে ১১ দিনব্যাপী ‘‘Research Paradigms and Advanced Methodology in Arts and Social Sciences’ শীর্ষক গবেষণা প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন হয়েছে। আগমী ১০ অক্টোবর ২০২৩ তারিখ মঙ্গলবার বিকাল ৪.০০ টায় CARASS ভবনের ৩১৫ নম্বর কক্ষে উক্ত প্রশিক্ষণ কোর্সটির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল (শিক্ষা) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন CARASS -এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এমিরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন।