২০ মার্চ বুধবার, ২০২৪ ঈসায়ী, ৯ রমাদান, ১৪৪৫ হিজরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এদিন বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান-এর নিকট আই,এইচ, সি - স্ন্যাব চ্যারিটেবল ফাউণ্ডেশন স্কলারশিপ ফান্ড গঠনের জন্য ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন বিভাগের ১৯৭৭-১৯৭৮ সেশনের সাবেক শিক্ষার্থী প্রতিক গ্রুপের কর্নধার ও স্ন্যাব চ্যারিটেবল ফাউণ্ডেশন -এর চেয়ারম্যান জনাব এস এম ফারুকী হাসান সি আই পি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. আতাউর রহমান বিশ্বাসের সভাপতিত্বে এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানের আহ্বায়ক ড. মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে এক ধরনের ইতিবাচক পরিবর্তনের সূচনা করল। প্রায় ৩৩ লাখ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পেয়েছে। দেশ পরিচালনার সঙ্গে যুক্ত অধিকাংশ কর্মকর্তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে তাদেরকে এভাবেই এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, যখন একজন শিক্ষার্থী প্রথম ঢাকা আসেন, তার চলাফেরা করতে সমস্যা হয়। ফলে শিক্ষার্থীরা তাদের মেধা ও মনন হারিয়ে ফেলে। আর্থিক সচ্ছলতা থাকলে তারা হয়ত এসব সমস্যা এড়িয়ে যেতে পারে। আমি প্রথমবর্ষের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য একটা ফান্ড গঠন করার উদ্যোগ নিয়েছি। তারা যখন দেখবে সমাজ, দেশ রাষ্ট্র তাদের নিয়ে ভাবছে, তখন তারাও সমাজ রাষ্ট্র এবং দেশকে নিয়ে ভাববে। আশা করি এই মহতী উদ্যোগে সবাই আমাদেরকে সাহায্য করবেন।
তিনি আরো বলেন, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো তাদের বাজেটের সিংহভাগই নিজেরা জোগাড় করে। সরকার তাদের খুব অল্পই সহায়তা করে। আমাদেরও এভাবে উদ্যোগী হতে হবে। শিল্পায়নের যুগে সবারই অংশগ্রহণের সমান সুযোগ থাকবে। বাজারমুখী অর্থনীতির যুগে আমাদের নিজেদের বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে দক্ষ হতে হবে। এর পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিদেরকে আমি শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বৃত্তি ফান্ডের দাতা স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম ফারুকী বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আমাদের, যার যেখানে যেটুকু সম্ভব, মানুষ বা যেকোনো জীবের জন্য যেটুকু করা দরকার আমাদের ন্যূনতম ততটুকু করা উচিত। আমাদের যেটুকু ক্ষমতা আছে, তার সব দিয়ে মানুষের সাহায্য করা উচিত। আমরা যেন নিজেদের দায়িত্ব ও কর্তব্য ভুলে না যাই সেদিকে আমাদের নজর রাখা উচিত।
উক্ত ফান্ড গঠন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. আতাউর রহমান বিশ্বাস। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষকবৃন্দ অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভূঁইয়া, অধ্যাপক মো: মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. নুসরাত ফাতেমা, অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, ড. মো. আবদুর রহিম, অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, অধ্যাপক ড. মো. নুরুল আমিন, অধ্যাপক ড. এস এম মফিজুর রহমান, অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক, অধ্যাপক মাহমুদুর রহমান, নাজমা, এইচ এম জালাল উদ্দীন চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন। (news credit:https://www.dhakapost.com/campus/267326)