লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর তিনজন প্রভাষক জনাব কাওসার আখতার, জনাব মোঃ আরিফুল ইসলাম, এবং জনাব মায়িষা মালিহা গত ২৭-৩১ আগস্ট (৫ দিন) Ventura Leatherware Mfy BD Ltd পরিদর্শন করেন। এসময় শিক্ষকবৃন্দ উক্ত ইন্ডাস্ট্রিতে বাস্তবায়িত Lean Manufacturing, বিভিন্ন অত্যাধুনিক মেশিন, এবং অটোমেটেড সফটওয়্যার সম্পর্কে জ্ঞান ও প্রশিক্ষন লাভ করেন।
প্রশিক্ষণ কর্মশালার শেষদিনে একটি Views Exchange Program এর মাধ্যমে শিক্ষকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয় যেখানে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ভবিষ্যতে লেদার ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং ইনস্টিটিউটে জব ফেয়ার করার ব্যাপারে সম্মতি প্রদান করা হয়। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ ইন্ডাস্ট্রিতে একটি Visit Report প্রদান করেন।
এছাড়াও ইনস্টিটিউট এর পক্ষ থেকে উল্লিখিত শিক্ষকদের জন্য ট্রেনিং এবং থাকা-খাওয়ার সুব্যবস্থা করায় Ventura Leatherware Mfy BD Ltd কে ধন্যবাদ জানিয়ে একটি Thanks Giving Letter প্রদান করা হয়।