ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে গত ১২-১৭ নভেম্বর, ২০২৩ পর্যন্ত ৫ দিন ব্যাপী মাইক্রো বায়োলজি ল্যাবরেটরি বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের ৬ জন প্রভাষক। উক্ত প্রোগ্রামে মাইক্রো বায়োলজি ল্যাবরেটরি সেইফটি প্রটোকল অনুসরণ করে বিভিন্ন গবেষণা ও ব্যবহারিক কার্য সম্পাদনের জন্য শিক্ষকদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষকরা হলেন জনাব মোঃ জাওয়াদ হাসান, জনাব সুমাইয়া মিম, জনাব মোঃ আরিফুল ইসলাম, জনাব মোঃ সামাউল আলম, জনাব ফাতেমা তুজ জোহরা, এবং জনাব মায়িষা মালিহা।
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ পরবর্তীতে ইনস্টিটিউটের সংস্কারকৃত "লেদার বায়োটেকনোলজি রিসার্চ ল্যাব" এ গবেষণা কার্যে আগ্রহী প্রার্থী/গবেষকদের মাইক্রো বায়োলজি ল্যাবরেটরি বিষয়ক ফাউন্ডেশন ট্রেনিং প্রদান করবেন। উল্লেখ্য যে, উক্ত ফাউন্ডেশন ট্রেনিং ব্যাতিত কেউ "লেদার বায়োটেকনোলজি রিসার্চ ল্যাব" এ প্রবেশাধিকার পাবে না।