আজ ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এ দুটি নতুন ল্যাব - "লেদার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ল্যাব" ও "লেদার বায়োটেকনোলজি রিসার্চ ল্যাব" উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে ল্যাবদ্বয় উদ্বোধন করেন।
পরবর্তীতে ইনস্টিটিউট মিলনায়তনে "কার্বন নির্গমন হ্রাস এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের জন্য বৃত্তাকার অর্থনীতি ভিত্তিক চামড়া শিল্পের পরিবেশ-বান্ধব কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তির উদ্ভাবন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন। উল্লেখ্য যে, লেদার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ল্যাবটি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট - এর অর্থায়নে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে স্থাপন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জাতীয় অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে চামড়া শিল্পের উন্নয়নের জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার করে সম্মিলিতভাবে কাজ করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। এছাড়াও সেমিনারে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ডিজাইনিং সম্পর্কিত জ্ঞান ও ব্যবহারিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক কম্পিউটারাইজড ব্যাগ ডিজাইনিং সফটওয়্যার ET Bag System প্রদান করেন Leather Engineers and Technologists' Society, Bangladesh (LETS'B) এর সভাপতি, অত্র ইনস্টিটিউট এর একজন গর্বিত এলামনাই জনাব এ কে এম মুশফিকুর রহমান মাসুদ। একই সাথে শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক Sole Moulding Machine প্রদান করেন LETS'B এর সাধারণ সম্পাদক, ইনস্টিটিউট এর আরেকজন গর্বিত এলামনাই জনাব মোঃ আমিরুল ইসলাম বাবু।