Picard Bangladesh Ltd. -এ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংরত ৪র্থ বর্ষ বিএসসি ইন লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং-২০২৩ এর শিক্ষার্থীদের সরেজমিনে তদারকির উদ্দেশ্যে গত ১৬-০১-২০২৪ তারিখ ইন্ডাস্ট্রি ভিজিট করেন ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ- জনাব উম্মে হাবীবা বদরুন নাহার, জনাব কাওসার আখতার, জনাব মোঃ দেলোয়ার হোসেন, জনাব মোঃ আরাফাত হোসেন, জনাব মোঃ আব্দুস সবুর, জনাব সুমাইয়া মিম, এবং জনাব মোঃ আরিফুল ইসলাম। এ সময় শিক্ষকবৃন্দ প্রশিক্ষনরত শিক্ষার্থীদের অগ্রগতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, উক্ত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ৪র্থ বর্ষ বিএসসি ইন লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং-২০২৩ এর পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত একটি কোর্স (LPE-418)। এ কোর্সের আওতায় শিক্ষার্থীদের ৮ সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সম্পন্ন করে উক্ত বিষয়ের ফাইনাল পরিক্ষায় অংশগ্রহণ করতে হয়।