৩রা মার্চ ২০২৪ (১৯শে ফাল্গুন ১৪৩০)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের হিন্দি এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে । ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাননীয় পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমান। মাননীয় পরিচালক নবীন শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় পরিচালক বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বিদেশী ভাষা হিসেবে হিন্দি ভাষা শেখার গুরুত্ব সহ বিদেশী ভাষা সম্পর্কিত নানাবিধ বিষয়ের উপর আলোকপাত করেন। এ সময় তিনি ওরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে আয়োজনের জন্য হিন্দি ভাষার খণ্ডকালীন শিক্ষক অঞ্জয় রঞ্জন দাস সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।