ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে নবীনবরণ ও শিক্ষা-সমাপনী ২০২৪ আয়োজিত হয়। অনুষ্ঠানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমএ শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম এবং অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বিভাগীয় শিক্ষক মাশরুর ইমতিয়াজ। উক্ত অনুষ্ঠানে ভাষাবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়। (The Department of Linguistics, University of Dhaka, organized the Freshers' Reception and Graduation Ceremony 2024 on October 30, 2024. The event celebrated the welcoming of first-year students of the 2023–2024 academic session and formally bid farewell to the MA students of the 2022–2023 session. The event was graced by the esteemed presence of Professor Dr. Mamun Ahmed, Pro-Vice Chancellor (Education) of the University of Dhaka, as the Chief Guest. Distinguished guests included Professor Dr. Mohammad Siddiqur Rahman Khan, Dean of the Faculty of Arts, and Professor Dr. Muhammad Asaduzzaman, Director of the International Mother Language Institute. The Chairperson of the Department of Linguistics, Dr. Monira Begam, presided over the ceremony, and the event's convener was Mashrur Imtiaz. All students and faculty members of the Department of Linguistics were presentat the event. The second segment of the program featured an engaging cultural evening presented by students from the department. In the second part of the program, students from the department presented a vibrant cultural evening.)